মো. আব্দুল কাইয়ুম : বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, জনপ্রশাসন মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম এমপি’র তৃতীয় জানাযা ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ ময়দানে রোববার দুপুর আড়াইটায় জানাযা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে মরহুমের দ্বিতীয় জানাযার শেষে হেলিকপ্টারযোগে বেলা সোয়া দুইটায় ময়মনসিংহের সার্কিট হাউজে সৈয়দ আশরাফের লাশ আনা হয়। এর আগে থেকেই লাশ দেখতে দলীয় নেতাকর্মীরা আঞ্জুমান ঈদগাহ ময়দানে জড়ো হয় ।
মরহুমের জানাযার আগে ময়মনসিংহ জেলা পুলিশ গার্ড অব অনার প্রদান করে। পরে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের পূর্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু বক্তব্য রাখেন।