গাজীপুরের কালিয়াকৈরে একটি যাত্রীবাহী বাসকে ট্রেন ধাক্কা দিয়েছে। এতে বাসের দুই যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন আরও চারজন। শনিবার ভোরে উপজেলার সোনাখালী রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
রেল কর্তৃপক্ষ বলছে, চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর ট্রেন ভোর সাড়ে চারটার দিকে কালিয়াকৈর উপজেলার সোনাখালী রেলক্রসিং অতিক্রম করার সময় একটি বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রেনের ইঞ্জিনে আটকে যাত্রীবাহী বাস আধা কিলোমিটার সামনে গিয়ে রেললাইনের পাশে দুমড়ে-মুচড়ে পড়ে। ঘটনাস্থলেই অজ্ঞাত এক নারী নিহত হন ও পাঁচজন আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ (২৭) নামে আরও এক যাত্রীর মৃত্যু হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি রেললাইন থেকে সরিয়ে নেওয়ার পর সকাল সাড়ে ৯টা থেকে জয়দেবপুর-উত্তরবঙ্গ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।