লক্ষ্মীপুরের রায়পুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে আলমগীর হোসেন নামের একজনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেছে। ঘটনাটি ঘটেছে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চর লক্ষ্মী গ্রামের হাওলাদার বাড়িতে।
জানা গেছে, আজিদ আলী(৬০) ও জুলমত আলী হাওলাদার আপন দুই ভাই হলেও দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল। এই নিয়ে স্থানীয় পর্যায়ে কয়েকবার আপস-মীমাংসায় বসলেও পৈত্রিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব রয়েই গেছে। গত ২০আগস্ট চরকাচিয়া গ্রামের ছমিদ আলী হাওলাদার বাড়ির সামনে আজিদ আলীর পৈতৃকসূত্রে মালিকিয় সম্পত্তিতে জুলমত আলীর ছেলে মিলন (৩০),আলাউদ্দিন(২৫) শাহাবুদ্দিন(৪৫) বোরহান উদ্দিন(৪২)শাহ আলমের ছেলে মোঃ হৃদয় (২০) ও জুলমত আলীসহ আরও অজ্ঞাত দুই-তিনজনকে নিয়ে খুঁটি লাগিয়ে জবর দখলের চেষ্টা করে। খবর পেয়ে আজিদ আলীর ছেলে আলমগীর হোসেন (২৫) ঘটনাস্থলে গেলে তার উপর অতর্কিত ভাবে হামলা চালানো হয় বলে রায়পুর থানায় দায়েরকৃত মামলার এজাহারে উল্লেখ করা হয়।
এসময় জবর দখল কারীরা আলমগীর হোসেনকে কুপিয়ে বাম পায়ের পাতায় রক্তাক্ত জখম করে। অপরাপর বিবাদীরা হাতে থাকা লোহার শাবল, রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। আলমগীর হোসেনের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এই নিয়ে মোহাম্মদ আজিদ আলি রায়পুর মডেল থানায় মামলা করেন। যার নং ৩৩.
কয়েকবার মুঠোফোনের চেষ্টা করেও জুলমত আলীর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
রায়পুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন উক্ত ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হাসপাতাল থেকে এমসি এলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।