কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নিজাম উদ্দিন (৪২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

মৃত নিজাম ফেনীর সদর থানার দেবীপুর এলাকার ফজলের রহমানের ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শফিকুল ইসলাম জানান, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন নিজাম উদ্দিন। এ সময় প্রথমে তাকে কারা হাসপাতালে নেয়া হয়।

পরে গুরুতর অবস্থায় সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

২০০৮ সালে হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হন নিজাম উদ্দিন। পরে উচ্চ আদালতে আপিল করলে তার সাজা মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়। ২০১২ সাল থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন।

Share this post

scroll to top