নেত্রকোণায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলেচনা সভা

‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে, জেলা প্রশাসন সমবায় বিভাগ, জেলা সমবায় ইউনিয়ন সমবায়ীবৃন্দ নেত্রকোণা আয়োজনে ৪৯ তম জাতীয় সমবায় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোণা পাবলিক হলে আলোচনা সভা ও পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় ইউনিয়নের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোণা পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক ফখরুজ্জামান জুয়েল, জেলা সমবায় অফিসার মোঃ মোফাজ্জল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল আমিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক ও তুহিন আক্তার।

নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান বলেন, মানুষের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। ২০৪১ সালে উন্নত দেশের সারিতে পৌঁছানো লক্ষ্য রয়েছে। বাংলাদেশকে এমন লক্ষ্যে নিয়ে যাওয়ার স্বপ্নই দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি জাতীয় সমবায় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন।

সভায় জেলা সমবায় ইউনিয়নের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা বলেন, বাংলাদেশের সমবায় আন্দোলনও বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন দ্বারা ঋদ্ধ এবং আজকের বাংলাদেশে বঙ্গবন্ধুর সমবায় ভাবনা ও উন্নয়ন দর্শন তাই একান্তই প্রাসঙ্গিক। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমবায়ের মাধ্যমে, দেশের উন্নয়নে, যুগোপযোগী সমবায় ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ব্যবস্থাপনা গড়ে তুলার উপর গুরুত্বারোপ করছেন। সেইসাথে দক্ষ সমবায়ীদের প্রশিক্ষণের ওপরও তিনি গুরুত্বারোপ করছেন। তিনি চান, সমবায়ের মাধ্যমে দেশের প্রতিটি মানুষ আত্মনির্ভরশীল হয়ে উঠুক।

Share this post

scroll to top