রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৫৩

রাজধানীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (৭ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ‌্য জানানো হয়।

সেখানে বলা হয়, শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা হয়েছে।

এ সময় গ্রেপ্তার ব‌্যক্তিদের কাছ থেকে ৬ হাজার ৩৩ পিস ইয়াবা, ২০১ গ্রাম হেরোইন, ১১ কেজি ৬৫০ গ্রাম গাঁজা, ২২৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

Share this post

scroll to top