মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিজ সন্তানকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে আল-আমিন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। নিহত শিশুর নাম মীম।
এ হত্যাকাণ্ডের ৪ দিন পর শুক্রবার সন্ধ্যায় পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়।
ঘাতক বাবা আল- আমিন একই এলাকার আবদুল হালিমের ছেলে।
নিহত শিশুর মামা লোকমান হোসেন বলেন, ২ নভেম্বর দিবাগত রাতে আমার বোন হোসনেয়ারাকে তার স্বামী আল-আমিন ও পরিবারের লোকজন শারীরিকভাবে নির্যাতন করে।
৩ নভেম্বর সকালে শিশু মীমকে বাড়িতে রেখে আমার বোনকে তাড়িয়ে দেয় তার শ্বশুরবাড়ির লোকজন।
নিরুপায় হয়ে আমাদের বাড়িতে আশ্রয় নেন হোসনেয়ারা। অপরদিকে আল-আমিন একই সময় আমার এক বছরের ভাগ্নি মীমকে নিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গত বুধবার সিংগাইর থানায় অভিযোগ দায়ের করি।
এদিকে আমরাও তাদের খুঁজতে থাকি। হঠাৎ শুক্রবার চান্দহর ইউনিয়নের বার্তা এলাকার কালিগঙ্গা নদীর পূর্ব পাশে সন্ধ্যার পর জেলেরা মাছ ধরার সময় মীমের মরদেহ ভাসতে দেখে। স্থানীয়রা সিংগাইর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি রকিবুজ্জামান বলেন, এক বিছরের এক শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। তবে মূলহোতা আল-আমিন পলাতক রয়েছে।