আইপিএল শেষে তেমন একটা বিশ্রাম নেই ভারতীয় ক্রিকেটারদের। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নভেম্বরের শেষ দিকেই অস্ট্রেলিয়ার উদ্দেশে যেতে হবে টিম ইন্ডিয়াকে।
সেখানে স্বাগতিকদের বিপক্ষে ৩ ওয়ানডে আর ৩ টি-টোয়েন্টির পর চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।
টেস্ট সিরিজটি শুরু হবে ডিসেম্বরের ১৭ তারিখ থেকে।
সেই টেস্ট সিরিজ নিয়ে স্বদেশি ক্রিকেটারদের আগে থেকেই সতর্ক করলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ।
বিশেষ করে খেলা চলাকালীন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বাগযুদ্ধে না জড়ানোর পরামর্শ দিয়েছেন এই তারকা ক্রিকেটার।
ইএসপিএন ক্রিকইনফোকে স্টিভ ওয়াহ বলেন, অস্ট্রেলিয়া দলের উচিত বিরাট কোহলির সঙ্গে কথার লড়াইয়ে না জড়ানো। কারণ স্লেজিং কোহলিকে চিন্তায় ফেলবে না। বড় মাপের খেলোয়াড়দের বিরুদ্ধে এটা কাজ করে না। আমি মনে করি অতিরিক্ত স্লেজিং কোহলির মতো গ্রেটদের জন্য উল্টো অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তাদের রানের ক্ষুধা আরও বাড়িয়ে দেয়। তাই কোহলিকে বেশি কিছু না বলাই ভালো। মাঠে তাকে একা ছেড়ে দেয়াটাই উচিত হবে অস্ট্রেলিয়ার।
তাছাড়া কোহলি এবারের অস্ট্রেলিয়া সফরে সিরিজের সেরা ব্যাটসম্যান হতে চাইবেন বলে মনে করেন ওয়াহ।
তিনি বলেন, কোহলি সিরিজের সেরা ব্যাটসম্যান হতে চাইবে। সবশেষ যে বার কোহলি এবং স্টিভেন স্মিথ মুখোমুখি হয়েছিল ভারতে, স্মিথ তিনটি সেঞ্চুরি হাঁকিয়ে নিজের জাত চিনিয়েছিল। সে সময় কোহলি বেশি রান পায়নি।
স্টিভ ওয়াহের এমন সব বক্তব্যে অবশ্য যথেষ্ট যুক্তি রয়েছে।
ইতিহাস বলছে, ২০১৮-১৯ অস্ট্রেলিয়া সফরের সময় বিরাট কোহলির সঙ্গে কথার লড়াই চালিয়েছিলেন অধিনায়ক টিম পেইন। সেবার প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ এ সিরিজ জেতে ভারত। কোহলি ব্যাট হাতে ৭ ইনিংসে করেছিলেন ২৮২ রান।