লিফটে আটকা পিএসজির ১০ খেলোয়াড়!

গত কদিন ধরে খুব বাজে সময় যাচ্ছে প্যারিস সেন্ত জার্মেইর। দলের মূল খেলোয়াড় নেইমার, কাইলিয়ান এমবাপ্পেকে হারালো তারা। বুধবার চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় হারও দেখলো তারা। জার্মান ক্লাব আরবি লাইপজিগের কাছে ওই লজ্জা পাওয়ার আগে আরেক বিপত্তি ঘটেছিল ফরাসি ক্লাবটির খেলোয়াড়দের কপালে! ম্যাচের আগের দিন হোটেলের লিফটে আটকা পড়েছিলেন ১০ ফুটবলার।

ঘটনা মঙ্গলবারের। লিফটে তারা কিন্তু কয়েক মিনিট আটকা পড়েননি। ৫০ মিনিট ধরে তারা বন্দি ছিলেন লিফটে। ওইসময় সেখানে ছিলেন আনহেল দি মারিয়া, মারকুইনহোস, মোয়াসে কিন, প্রেসনেল কিম্পেম্বে ও লিয়ান্দ্রো পারেদেস। শহরের দমকলকর্মীরা অতিথি দলের খেলোয়াড়ের উদ্ধার কাজে হাত দেন। শেষ পর্যন্ত নিরাপদে সবাইকে বের করে আনেন তারা।

লিফটে আটকা পড়ার এই অস্বস্তিকর মুহূর্তের ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেন পিএসজির লেফটব্যাক লেভিন কুরজাওয়া। অবশ্য ক্লাব তাকে ডিলিট করতে বললে তা সরিয়ে ফেলা হয়। এই বিপদ থেকে উদ্ধার পেলেও লাইপজিগের কাছ থেকে নিজেদের বাঁচাতে পারেনি ফরাসি চ্যাম্পিয়নরা। ২-১ গোলে হেরে গেছে, তাও আবার ম্যাচ শেষ করেছে ৯ জন নিয়ে।

এই হারে পিএসজি তৃতীয় স্থানে নেমে গেছে। তিন ম্যাচে ৩ পয়েন্ট তাদের। ম্যানইউ ও লাইপজিগের চেয়ে তারা তিন পয়েন্ট পেছনে।

Share this post

scroll to top