মরিশাসে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশী নিহত

মরিশাসে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ ক’জন। বৃহস্পতিবার সকালে দেশটির রাজধানী পোর্ট লুইসের কাছে পাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মরিশাসে বাংলাদেশের হাইকমিশনার রেজিনা আহমেদ জানিয়েছেন, তারা নিহতদের ক্ষতিপূরণ আদায় নিশ্চিত করবেন।

শ্রমিকরা সবাই নির্মাণ কোম্পানি হাইবেক পার্টনারের শ্রমিক। সকাল সাড়ে ৭টার দিকে তারা কাজে যাওয়ার সময় এ দুর্ঘটনায় পড়েন।

তাদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি বাস টার্মিনালে আঘাত করে ক্ষতিগ্রস্ত হয়।

সূত্র : ইউএনবি

Share this post

scroll to top