ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সেনা সদস্যের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের ইশ্বরগঞ্জের রুহী এলাকার কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় এক সেনা সদস্যের বিরুদ্ধে ময়মনসিংহের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন (বিশেষ) আদালতে মামলা হয়েছে। মামলায় ধর্ষণে সহযোগীতায় আরো দুইজনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানাযায়, উপজেলার রুহী এলাকার কিশোরী তিন বছর আগে কোরআন শরীফ শিক্ষার জন্য সেনা সদস্য আসামী মো: আলমগীর গোসাইন (২২) এর বাড়িতে এক হুজুরের কাছে যায়। সেখানে নিয়মিত যাওয়ার এক পর্যায়ে আলোমগীর হোসেন তাকে বিয়ের শর্তে প্রেম নিবেদন করে। কিশোরী আলমগীর হোসাইনের প্রলোভনে রাজি হয়ে নিয়মিত কথাবার্তা চালিয়ে যায়। আলমগীর হোসেন বান্দরবানে সেনাবাহিনীতে চাকুরিরত অবস্থায় মাঝে মাঝে বাড়িতে এসে প্রায়ই কথা বার্তার ছলে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণ করতো। এভাবে নিয়মিত ধর্ষণের শিকার হওয়ায় গত কয়েকমাস আগে ওই কিশোরী ৩মাসরে অন্ত:স্বত্তা হলে তার ধর্মত বোন হারেছা খাতুন এর মাধ্যমে ওষুধ খাইয়ে গর্ভপাত করায়। এক পর্যায়ে ওই কিশোরী গুরুতর অসুস্থ হলে এলাকায় ঘটনাটি জানাজানি হলে দরবার শালিসে আলমগীর হোসাইন নিজের অপরাধের কথা স্বীকার করে ৬ মাসের মধ্যে বিয়ের আশ্বাস দেয়। এদিকে আলমগীর হোসাইন বান্দরবান ক্যান্টনম্যান্ট হতে অন্য কোথাও বদলি হওয়ার পর ওই কিশোরীসহ পরিবারের সাথে যোগাযোগ রাখছেন না। যেকারণে মামলা করতে বাধ্য হয় ওই কিশোরীসহ তার পরিবার। এঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা করার জন্য গেলে থানা থেকে কোর্টে মামলা করার পরামর্শ দেয়া হয়। পরে কোর্টে মামলা দায়ের করলে ময়মনসিংহের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন (বিশেষ) আদালতের বিচারক গত ৩ অক্টোবর মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দেন।

Share this post

scroll to top