লালমনিরহাটের পাটগ্রামে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক আবু ইউসুফ মো. সাহিদুন্নবী জুয়েলকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে নগরীতে বৈদ্যুতিক বাতি বন্ধ করে রাস্তায় দাঁড়িয়ে ব্যতিক্রমী ব্লাক আউট কর্মসূচি পালন করেছে নিহতের মহল্লাবাসী।
বুধবার সন্ধা ৭টায় একযোগে জুয়েলের মহল্লা শালবন এলাকার প্রায় তিন হাজার বসতবাড়ির বৈদ্যুতিক বাতি বন্ধ করা হয়। বাড়ি থেকে শিশু নারীসহ সকল সদস্যরা বাড়ির বাইরে এসে রাস্তায় দাঁড়িয়ে যান। শ্লোগান তোলেন জুয়েল হত্যাকারীরা বাইরে কেনো, প্রশাসন জবাব চাই।
এখানে যোগ দিয়েছিলেন জুয়েলের স্ত্রী, মেয়ে, ছেলে, স্বজনসহ এলাকার প্রত্যেকটি মানুষ। ৫ মিনিটের কর্মসূচি চলে ১০ মিনিট ধরে। পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় অন্ধকার।
ব্যতিক্রমী এই আয়োজনের মাধ্যমে এলাকাবাসী জুয়েল হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান। একই দাবিতে এলাকাবাসী বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ ও ডিসির কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি দিয়েছে।