ফ্রান্সের প্রেসিডেন্টের কুশে আগুন দিতে গিয়ে দগ্ধ যুবক

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রঁনের কুশপুত্তলিকায় আগুন দিতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন এক যুবক। বুধবার বিকেল ৫টায় রাজাগাঁও ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, ফ্রন্সের রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মিছিল ও সমাবেশ শেষে ম্যাক্রঁনের কুশপুত্তলিকায় আগুন দিতে গেলে সাদেকুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিজেই অগ্নিদগ্ধ হন। এ সময় সাদেকুল ইসলামকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন।

Share this post

scroll to top