ঈশ্বরগঞ্জে শিয়ালের কামড়ে ১০জন হাসপাতালে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিয়ালের কামড়ে ১০জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ও বুধবার ভোরের মধ্যে শিয়ালের কামড় দেয়ার ঘটনাগুলি ঘটেছে। আহতরা ময়মনসিংহের সূর্যকান্ত (এসকে) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

গ্রামের লোকজন জানিয়েছেন, উপজেলার রাজিবপুর ইউনিয়নে কয়েকটি গ্রামে হঠাৎ করে শিয়ালের উপদ্রব বেড়ে যাওয়ায় গ্রামগুলোতে আতঙ্ক বিরাজ করছে। শিয়ালের আক্রমণ থেকে রক্ষা পেতে লাঠি হাতে চলাফেরা করছেন। ঘরবন্দি দিনকাটাচ্ছেন শিশু ও বৃদ্ধরা। শিয়ালের উপদ্রব বেড়ে যাওয়া গ্রাম গুলো হচ্ছে উজানচরনওপাড়া, কান্দাপাড়া ও মাইজপাড়া।

উজানচরনওপাড়া গ্রামের মো. শফিউল জানান, মঙ্গলবার গভীর রাতে শিয়াল তাঁকে কামড়িয়েছে। কুলসুম আক্তার (৪০) নামের এক নারী জানান, রাতে প্রকৃতির ডাকে বাইরে গেলে শিয়াল তাঁকে কামড়ে আহত করেছে। গ্রামের বাসিন্দা আবদুল গনি (৪০) জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে তিনি শিয়ালের মুখোমুখি হন। শিয়াল তাঁর হাতে কামড় বসিয়ে দেয়। এতে তিনি গুরুতর জখম হন। এ ছাড়া আবদুল খালেক (৫০), আলাল উদ্দিন (৪৫), তসলিমা খাতুন (৪০), ফজিলা আক্তার (২৮), আমেনা খাতুন (৪৩), হাজেরা খাতুন এবং আরও এক নারী শিয়ালের কামড়ে আহত হয়েছেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল হুদা খান জানান, শিয়ালের কামড়ে আহত হয়ে গত দুই দিনে অনেকেই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টির‌্যাবিস ভ্যাকসিন (প্রতিষেধক) সরবরাহ নেই। আহত ব্যক্তিদের জেলা শহরের হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু সায়েম সাংবাদিদের জানান, ধারণা করা হচ্ছে, ওই এলাকায় কয়েকটি শিয়াল র‌্যাবিস রোগে (জলাতঙ্ক) আক্রান্ত। শিয়াল বা কুকুর এ রোগে আক্রান্ত হলে বিনা প্ররোচনায় মানুষজনকে কামড়াতে পারে।

Share this post

scroll to top