ময়মনসিংহের ভারত সীমান্তে এক ব্যক্তির লাশ উদ্ধার

ময়মনসিংহের ধোবাউড়ায় দিঘলবাগ গ্রামে বাংলাদেশ-ভারত সীমান্ত পিলারের কাছে বাংলাদেশের ভিতরে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।

থানা সূত্রে জানা যায়, বিজিবির কাছ থেকে খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ মঙ্গলবার রাতে দিঘলবাগ গ্রামে সীমান্ত পিলারের কাছে থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাদেক হোসেন জানান, সন্ধ্যার দিকে নয়পাড়া গ্রাম হয়ে লোকটি সীমান্তের দিকে যাচ্ছিলেন। গ্রামের লোকজন তার পরিচয় জানতে চাইলে তিনি পাগলের মতো আচরণ করেন। ভারত সীমান্তের কাছাকাছি হওয়ায় তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হত্যা করেছে বলে মনে হচ্ছে।

ধোবাউড়া থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া জানান, মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Share this post

scroll to top