কারাবন্দী আইনজীবী ব্যারিস্টার মঈনুল হোসেনকে অসুস্থতার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আনা হলেও আবার কারাগারে ফেরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সুত্রে জানা গেছে, শনিবার বিকাল সাড়ে তিনটায় তাকে হাসপাতালে আনা হয় এবং আবার বিকাল ৫টা ১০ মিনিটে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। দেড় ঘন্টার বেশি হাসপাতাল প্রাঙ্গণে অপেক্ষা করলেও তাকে চিকিৎসা দেয়া সম্ভব হয়নি।
বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হারুন এ ব্যাপারে বলেন, ব্যারিস্টার মঈনুল হোসেনকে আনা হয়েছিল হাসপাতালে। পরে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল (রোববার) আবার হাসপাতালে আনা হবে বলে জানতে পেরেছি।
বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গেছে, চিকিৎসকেরা সাধারণত: বিকালে হাসপাতালে থাকেন না। তারা সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত থাকেন। কেউ কেউ বেলা দুইটার আগেই হাসপাতাল ত্যাগ করেন। ফলে চিকিৎসা না দিয়েই তাকে আবার কারাগারে নিয়ে যেতে হয়েছে।