কেবল বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে প্রথমবারের মত একজন সংসদ সদস্য মাঠে নামেন প্রতিযোগিতামূলক কোনো আসরে। তিনি মাশরাফি বিন মর্তুজা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি। গত বৃহস্পতিবার শপথও নেন তিনি। আজ বিপিএলের ষষ্ঠ আসরের উদ্ধোধনী ম্যাচে মাঠে নামেন রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে। তবে হার নিয়ে মাঠ ছাড়ে তার দল। তিন উইকেটে জিতে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস।
দল হারলেও বল হাতে সফল ছিলেন মাশরাফি। নেন দুই উইকেট, রানও করেন দুই। রংপুরের করা ৯৮ রানের জবাবে চিটাগংয়ের ব্যাটিংয়ের সময় প্রথম ওভার বল করতে এসে মাশরাফি দেন তিন রান। এক ওভার পর ফিরে নেন ক্যামরেন ডেলপোর্টের (আট বলে আট) উইকেট। নিজের চতুর্থ ওভারে মাশরাফির দ্বিতীয় শিকার নাইম হাসান (১০ বলে ১০)।
পুরো ম্যাচে কাকতালীয়ভাবে কিছু ঘটনা ঘটেছে মাশরাফিকে নিয়ে। এই যেমন রংপুরে মাশরাফির জার্সি নং ২। আজ রান করেছেন ২, উইকেটও নিয়েছেন ২টি। আর মাশরাফির সংসদীয় আসনও ২।