পাহাড়ি জনপদে বইছে তীর্থ উৎসবের আমেজ

নাঈম ইসলাম, শেরপুর থেকে : ‘দীক্ষিত ও প্রেরিত, মঙ্গলবাণী সাক্ষ্যদানে ফাতেমা রাণী মা মারিয়া’ এ শ্লোগানে শেরপুরের নালিতাবাড়ীর বারমারী সাধু লিওর খিস্টধর্মপল্লীতে বার্ষিক ফাতেমা রাণীর তীর্থ উৎসব চলছে। রোমান ক্যাথলিক খ্রিস্টানদের এ উৎসবকে ঘিরে ভারতের মেঘালয় সীমান্তবর্তী পাহাড়ি জনপদে বইছে উৎসবের আমেজ। করোনার কারণে দুইদিনের অনুষ্ঠান মাত্র ছয়ঘন্টায় শেষ করতে সকাল সাড়ে নয়টায় আলোক শোভাযাত্রা ও সাড়ে এগারোটায় খ্রিস্টযাগের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা।

পুলিশের পক্ষ থেকে এবার তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বেলা দুইটায় ব্যক্তিগত প্রার্থনা ও বেলা তিনটায় শেষ আর্শিবাদের মধ্যে দিয়ে শেষ হয় ছয় ঘন্টার তীর্থ উৎসব। এবার প্রতিটি ধর্মপ্রদেশের ধর্মপল্লী থেকে ১২ জন করে প্রতিনিধিসহ সরকারিভাবে পাঁচশত তীর্থযাত্রী অংশ গ্রহণ করে।

Share this post

scroll to top