ফ্রান্সে মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহী।

বৃহস্পতিবার বিকেলে নগরীর বড় মসজিদের সামনে ইত্তেফাকুল উলামার মজলিসে শুরার সভাপতি মাওলানা আব্দুর রাহমান হাফেজ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আল্লামা আব্দুল হক, মুফতি ফজলুল হক, কেন্দ্রীয় সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সা’দী, কেন্দ্রীয় সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, জেলা সভঅপতি মুফতি মুহিবুল্লা, মাওলানা আনারুল হক,মুফতি আহমেদ আলী.মাওলানা দেলোয়ার হোসাইনসহ প্রখ্যাত আলেমগণ। বক্তারা ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার পাশপাশি ফ্রান্সের প্রধানমন্ত্রীর দেওয়া ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। সমাবেশ শেষে হাজারো তৌহিদী জনতার বিশাল বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহল মোড়ে গিয়ে শেষ হয়। ##

 

Share this post

scroll to top