কুষ্টিয়ায় পৃথকস্থানে বিষাক্ত অ্যালকোহল পান করে তিন জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের ভবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষ (৩২), মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস (৩৫) ও সদর উপজেলার বড় আইলচারা গ্রামের তপন বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাস (২১)।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, দুর্গাপূজার উৎসব-আনন্দে অ্যালকোহল পান করে গুরুতর অসুস্থ হন ওই তিনজন। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তির করেন। রাত ১২টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছিল। পরে চিকিসাধীন অবস্থায় একে একে তিন যুবকেরই মৃত্যু হয়।
তবে এবিষয়ে হাসপাতালে রোগীর সঙ্গে থাকা স্বজনরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, বিষাক্ত অ্যালকোহল পান করে তিন যুবকের মৃত্যুর বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।