রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় জসিম উদ্দিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। জসিম ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার অরিমদরা গ্রামের আক্কেল আলীর ছেলে।
নিহত জসিমের শ্যালক মো. জুয়েল জানান, বেড়ানোর জন্য জসিম তার উত্তর বাড্ডার সাতারকুলের বাসায় আসছিলেন। সকালে ময়মনসিংহ থেকে বাসে ওঠার পরও তার সঙ্গে ফোনে কথা হয়েছে। এরপর দুপুরে জসিমের ফোনে কল দিলে পুলিশের এক সদস্য ফোন রিসিভ করে জানান, জসিম খিলক্ষেত পুলিশ বক্স সংলগ্ন রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।