নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিবস্ত্র করে নির্যাতনের মূলহোতা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে এবার হত্যা মামলায় ফের তিন দিনের রিমান্ডে নিয়েছে বেগমগঞ্জ থানা পুলিশ।
বুধবার হাসান হত্যা মামলায় তার রিমান্ড মঞ্জুর করেছেন সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মাসফিকুল হক।
নোয়াখালী জুডিশিয়াল আদালতের সরকারি রেকর্ড অফিসার জানান, ২০২০ সালে ফেব্রুয়ারিতে বেগমগঞ্জ থানার শরীপপু ও একলাশপুরের সীমান্ত এলাকায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে শত্রুতার জের ধরে সুমন বাহিনী ও দোলোয়ার বাহিনী রাস্তার ওপর গুলি করে ও কুপিয়ে হাসানকে (২২) হত্যা করে।
এ মামলায় দেলোয়ারকে আসামি না করা হলেও তাকে এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বলে উল্লেখ করেন মামলার তদন্তকারী বেগমগঞ্জ থানার সাবইন্সপেক্টর মোস্তাক হোসেন।
তিনি জানান, দেলোয়ার এ পর্যন্ত হত্যা, অস্ত্র, নারী ধর্ষণ, নারী নির্যাতন, বিস্ফোরক, মাদকসহ নারায়ণগঞ্জে দুটিসহ ১১টি মামলা রয়েছে। এর মধ্যে তাকে এ পর্যন্ত নারায়ণগঞ্জে মোট ৪ মামলায় ৭ দিন রিমান্ডে নিলেও সে কোনো মামলায় স্বীকোরক্তিমূলক জবানবন্দি দেয়নি।
আজ আবার হাসান হত্যা মামলায় তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মাসফিকুল হক।
আদালতের আদেশ হাতে এলে আজই তাকে বেগমগঞ্জ থানায় রিমান্ডে নেবেন বলে এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাক আহমেদ জানান।