বগুড়ায় ডাকাত দলের ৪ সদস্য আটক

বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

এ দিন সকালে উপজেলার মির্জাপুর রানিরহাট সড়ক এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ওই চারজনকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরও আটজন।

আটকরা হলেন- নাটোর জেলার সিংড়া উপজেলার নাশিয়ারকান্দি গ্রামের নাজিম উদ্দিন, কালিনগর গ্রামের মো. শফিউল্লাহ, লক্ষ্মীপুর গ্রামের ইয়াকুব আলী ও রেজাউল করিম।

শেরপুর থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল কালাম জানান জানান, আটক ওই চারজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের আটকের সময় দুটি হাসুয়া, দুইটি লোহার রড, তিনটি গাছের ডাল, ২০ হাত লম্বা নাইলনের রশি ও একটি করাত জব্দ করা হয়েছে।

তিনি বলেন, আটকদের মধ্যে নাজিম উদ্দিনের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে। এছাড়াও ইয়াকুব আলীর বিরুদ্ধে একটি অপহরণ মামলাসহ দুটি মামলা রয়েছে। আটক চারজনকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Share this post

scroll to top