ময়লা প্যাকেজিং করার সময় বিস্ফোরণে ভাঙারি দোকানের মালিকসহ ৭ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, বিকেল ৩টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বেশ কয়েকজন আহত হলে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় এবং আহতদের বরাতে জানা গেছে, প্রতিদিনের মতো বিকেল তিনটার দিকে ভাঙাড়ি দোকানে মেশিনে চাপ দিয়ে মালামাল প্যাকেট করা হচ্ছিলো। এ সময় ভেতরে থাকা একটি ফোমের বোতল বিস্ফোরণ ঘটে। এতে পাশের একটি ওয়ার্কশপের কর্মীসহ বেশ কয়েকজন আহত হন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, বিস্ফোরণে দগ্ধ অবস্থায় ৭ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে দোকানের মালিক আব্দুল আলীম, কর্মচারী আমির হোসেন, ফারুক হোসেন ও সাইদুর রহমানের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।