নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোতালেব হোসেন মুতু নামে প্রতিবেশি এক চাচাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে মামলার রায়ে বিচারক এস এম এরশাদুল আলম এ রায় ঘোষনা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১২ এপ্রিল দুপুরে সদর উপজেলার পাড়াইল দক্ষিণপাড়া গ্রামের আট বছর বয়সী একটি শিশুকে ঘরে একা পেয়ে প্রতিবেশী চাচা মোতালেব হোসেন মুতু শিশুটিকে জোরপুর্বক ধর্ষণ করে। এ ঘটনার পরদিন মেয়েটির বাবা বাদী হয়ে মোতালেবকে একমাত্র আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। ২০১৩ সালের অগাস্টের ২৪ তারিখ কোতোয়ালী থানায় পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার শুরু করে আদালত। আদালতে চিকিৎসকসহ সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯ (১) ধারায় দোষি সাবস্ত করে আসামিকে যাবজ্জীবন কারাদন্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদিন্ডে দন্ডিত করেন। দন্ডিত মোতালেব হোসেন মুতু (৫১) সদর উপজেলার দক্ষিণ পাড়াইল গ্রামের শের আলী মুন্সির ছেলে।
ঘটনার দীর্ঘ সাড়ে সাত বছর পর মামলার একমাত্র আসামি মোতালেব হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ##