জামালপুরে মা ইলিশ ধরায় দুই জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে মাছ শিকার করায় দুই জেলেকে এক মাস ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে এক হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

ইসলামপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রোকনুজ্জামান খান জানান, উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুনাপাড়ায় যমুনা নদীতে রবিবার রাত ১০টা থেকে সোমবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গুনাপাড়া এলাকার কেরাত উল্লাহ’র ছেলে ফরিদ উদ্দিন(২৬) কে একমাস ও জরিপ মন্ডলের ছেলে ইন্নাত আলী (৩২) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সোমবার ভোরে ভ্রাম্যমাণ আদালতে এ আদেশ দেয়া হয়। জব্দকৃত এক হাজার মিটার কারেন্ট জাল ধ্বংশ করে মা ইলিশগুলো গুঠাইল বাজারের এতিমখানায় দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সময় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো: কামরুল হাসানসহ জামালপুরের র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top