জঙ্গলে মিলল নিখোঁজ নারীর লাশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নিখোঁজের একদিন পর জেসমিন আক্তার (২৬) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার সফিপুর এলাকার এক জঙ্গল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

জেসমিন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পাঠানপাড়া এলাকা সুলতান উদ্দিনের মেয়ে। কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা বোর্ডমিল এলাকার মো. ওমর ফারুকের সাবেক স্ত্রী তিনি।

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, পূর্বচান্দরা এলাকার ওমর ফারুকের সঙ্গে বছর তিনেক আগে তার বিয়ে হয়। দুই মাস আগে ছাড়াছাড়ি হয়ে গেছে তাদের। তাদের দুই বছরের একটি মেয়ে রয়েছে। তালাকের পর থেকে বোর্ডমিল এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন জেসমিন।

ওসি আরও বলেন, শনিবার রাত ৮টার দিকে ফোনকল পেয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন জেসমিন। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে রতনপুর রোড ভুট্ট মিয়ার জঙ্গল এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনা তদন্তসহ খুনি ধরতে চেষ্টা করছে বলে তিনি জানান।

Share this post

scroll to top