কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীর মৃত্যু

কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয় বলে মিটামইন থানার ওসি জাকির রাব্বানী জানিয়েছেন।

গত শনিবার বিকাল ৫টার দিকে মিটামইন উপজেলার কাঠখাল ইউনিয়নের হাজী পাড়া গ্রামে এক বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত এক গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে ওই পরিবারের ১০ জন আহত হন।

নিহত রমা চাঁন ওরফে ছিপাই বেগম (৬২) গৃহকর্তা আব্দুস সালামের স্ত্রী। আহতদের মধ্যে রয়েছেন তাদের তিন ছেলে, এক মেয়ে এবং পাঁচ নাতি-নাতনি।

কাঠখাল ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম এবং ওসি জানান, গুরুতর আহত অবস্থায় আটজনকে প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

‘চারজনের অবস্থা আশঙ্কাজনক’ বলে জানান তারা। সামান্য আহত আব্দুস সালামের দুই ছেলেকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

Share this post

scroll to top