ছুরিকাঘাতে রাবির সাবেক শিক্ষার্থী নিহত

রাজধানীর সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম মোস্তাফিজুর রহমান। শনিবার সকাল ৭টায় ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

মোস্তাফিজুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি রাজশাহীর দুর্গাপুরে।

বিষয়টি নিশ্চিত করে দর্শন বিভাগের আরেক শিক্ষার্থী ইসানুর রহমান।

তিনি জানান, মোস্তাফিজ ভাই সাভারে গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ পদে চাকরি করতেন। সম্প্রতি তিনি রাজশাহীর দুর্গাপুরে তার গ্রামের বাড়ি বেড়াতে এসেছিলেন। ফেরার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

সূত্রে জানা গেছে, রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেয়। পুলিশ গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে। সেখানে সবজি ভর্তি একটি বস্তা, ব্যাংকের এটিএম কার্ড ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একটি পরিচয়পত্র পাওয়া যায়।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ জানান, যুবকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা শনাক্ত করতে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।

Share this post

scroll to top