ঢাকাSaturday , 24 October 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

তিন জন ডাক্তার দিয়ে চলছে নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

Link Copied!

মাত্র তিন জন ডাক্তার দিয়ে চলছে নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে হাওর এলাকার সাধারন মানুষ। দীর্ঘদিন ধরে অকেজো হয়ে রয়েছে এক্স-রে মেশিন। নেই ল্যাবরেটরিতে পরিক্ষা-নীরিক্ষার ব্যবস্থা। গাইনি ডাক্তার না থাকায় বিপাকে পড়েছে এলাকার অন্ত:সত্বা নারীরা। সমস্যা সম্পর্কে উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলে জানায়, হাসপাতাল কর্তৃপক্ষ।

নেত্রকোনার হাওর উপজেলা খালিয়াজুরিতে লক্ষাধিক লোকের বসবাস। জেলা সদর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দুর হওয়ায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা নিতে হয় রোগীদের। ৩১শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে দু’শ রোগী চিকিৎসা সেবা নিচ্ছে।

দীর্ঘদিন ধরে হাসপাতালে গাইনি ডাক্তার নেই। জটিল রোগীদের নেত্রকোনা অথবা ময়মনসিংহ সদরে পাঠাতে হয়। এতে মৃত্যু ঝুঁকিতে থাকে অন্ত:সত্বা নারীরা। অকেজো হয়ে পড়ে আছে হাসপাতালের এক্স-রে মেশিন। শিগশিরই সমস্যার সমাধান চায় স্থানীয়রা।

বর্ষাকালে জটিল রোগীদের সেবা দেওয়ার জন্য ২০১৮ সালে সরকার একটি নৌ-এম্বুলেন্স দেয়। চালকের অভাবে সেটিও অকেজো হয়ে পড়ে থাকে। হাসপাতালে ৯৮ জনের মধ্যে স্টাফ আছে ৫১ জন। ১৬ জনের মধ্যে ডাক্তার আছে মাত্র তিন জন। শুধু আশ্বাস নয়, সরকার কার্যকর উদ্যোগ নেবে বলে আশা করে হাওরবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।