বঙ্গোপসাগরে নিম্নচাপ কেটে গেছে, আস্তে আস্তে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত কমছে। দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু দেশের উত্তর-পশ্চিম অংশ থেকে বিদায় নিয়েছে। সমুদ্র বন্দর সমূহ থেকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, আজকের থেকে আগামীকাল বৃষ্টির পরিমাণ কমবে। রোববার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এরপর আস্তে আস্তে বৃষ্টি বিদায় নেবে।
আজ রোববার সকাল ৯টায় আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে।
আজ দুপুর ১ টায় ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ হালকা মেঘলা থাকতে পারে, আংশিক বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ১৬৭ মিলিমিটার রেকর্ড করা হয়েছে চাঁদপুরে। ঢাকায় ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।