নেত্রকোনায় মুজিব শতবর্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা পানি উন্নয়ন বোর্ড। শনিবার (২৪ অক্টোবর) সকালে বৃষ্টি উপেক্ষা করে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে পৌর শহরের নাগড়ায় নদীর তীরে এ কর্মসূচি পালিত হয়।

বৃক্ষরোপণ ২০২০ উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। আলোচনা শেষে নদী তীরবর্তী স্থানে বৃক্ষরোপণ করেন তিনি।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের সব উন্নয়নমূলক কাজ স্বচ্ছতার মাধ্যমে বাস্তবায়ন করার লক্ষ্যে ব্যাপক কার্যক্রম চলছে বলে জানান সচিব। আগামী তিন দিন জেলার বিভিন্ন নদ নদী ও হাওরাঞ্চল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন তিনি।

এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মন্টু কুমার বিশ্বাস, জেলা প্রশাসক কাজী আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামানসহ আরও অনেকেই।

Share this post

scroll to top