দেশি মাছের বাজার

সূর্য ওঠার আগেই শুরু হয় জনসমাগম। মাত্র ৩ ঘণ্টা সময়। এরধ্যেই কোটি টাকার বেচা-কেনা হয় মানিকগঞ্জে সদর উপজেলার তরা মৎস্য আড়তে। সেখানে পাওয়া যায় ছোট-বড় দেশি মাছ। দামও কম।

মানিকগঞ্জ ছাড়াও টাঙ্গাইলের নাগরপুর, ঢাকার সাভার, নবাবগঞ্জসহ বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ী সেখানে যান মাছ কিনতে।


নেন নেন ভাই, তাজা মাছ। হাঁকডাক করছেন মাছ ব‌্যবসায়ী

দর-দামে ব‌্যস্ত ক্রেতা-বিক্রাতা

আড়তে আছে বড় মাছও

তাজা বড় কাতল মাছ কিনেছেন এই ক্রেতা

ছোট মাছ কিনে নিয়ে যাচ্ছেন পাইকারি ব‌্যবসায়ী

প্রতিদিন প্রায় ৫০০ লোকের সমাগম ঘটে এই আড়তে

Share this post

scroll to top