মুন্সীগঞ্জের শ্রীনগরে ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যাকরেছে দুর্বত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার পূর্ব বেজগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের চায়ের দোকানদার আতাহার খানের বাড়ীর লোকজন পাশ্ববর্তী একটি বিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। এসময় আতাহার খানের স্ত্রী আলেয়া বেগম (৬০)কে ফাঁকা বাড়িতে একা পেয়ে কে বা কারা বটি দিয়ে কুপিয়ে জখম করে। তার স্বজনরা ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় দেখে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরো জানান, নিহতের পরিবারে বেশ কয়েকজন সদস্য মাদকাসক্ত।
পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরুজ আল মামুন বলেন, আতাহার খানের পরিবার স্বাধীনতা যুদ্ধের পূর্বে পাকিস্থান চলে যায়। কয়েক বছর আগে তারা দেশে আসে। এলাকায় নতুন হওয়ায় তাদের সাথে লোকজনের ঘনিষ্টতা কম। তিনি হত্যাকান্ডে জড়িতদের খুজে বের করে বিচারের দাবী জানান।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ জানান, নিহতের ছেলের দাবী জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার মাকে হত্যা করা হয়েছে।