কিশোরগঞ্জের ভৈরব থেকে দুই জন বিদেশি নাগরিককে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩ এর একটি দল। আটক দু’জন হলেন, লাইবেরিয়ার দারুসসালাম নাইউমাহ স্নাইডার (২৬) ও নাইজেরিয়ার সুনামি অকারসিমিলিসি (২৮)।
শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন।
তিনি জানান, র্যাব ভৈরব ক্যাম্পের টহল দল বৃহস্পতিবার রাতে টহল দেওয়ার সময় কমলপুর বাসস্ট্যান্ডে দু’জন বিদেশি নাগরিককে অবস্থান করতে দেখে। তাদের গতিবিধি সন্দেহ হলে তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে খবর পেয়ে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন ঘটনাস্থলে গিয়ে টহল দলের সহায়তায় তাদেরকে আটক করেন। আটক একজন লাইবেরিয়ান ও অপরজন নাইজেরিয়ান হিসেবে পরিচয় দেন। কিন্তু কোনো পরিচয়পত্র এবং বাংলাদেশে অবস্থানের কোনো বৈধ পাসপোর্ট ও ভিসা দেখাতে পারেননি তারা।
এ ব্যাপারে বিদেশি নাগরিক সম্পর্কিত আইন ১৯৪৬ এর ৯ ধারার বিধান লঙ্ঘন করায় এই আইনের ১৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়।