নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই খুন হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ষাড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফজলুল হক (৬৫) ওই গ্রামের বাসিন্দা।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিকেলে ঝড়ে বাড়িতে কলাগাছ পড়ে বড় ভাই ফজলুলের ব্যবহৃত প্লাস্টিকের বালতি ভেঙে যায়। এজন্য তিনি তার ছোট ভাই এবাদুল্লাহকে (৫৫) নতুন বালতি কিনে দিতে বলেন। এর ক্ষোভে এবাদুল্লাহ, তার স্ত্রী সেলিনা বেগম (৫০) ও ছেলে সাকিব (২২) মিলে ফজলুলকে মারধর করেন। এ সময় এবাদুল্লাহ বড় ভাই ফজলুলের মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় এবাদুল্লাহর স্ত্রী সেলিনা বেগমকে আটক করা হয়েছে। এবাদুল্লাহ ও তার ছেলে সাকিব পলাতক রয়েছেন। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।