ময়মনসিংহে সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের কুলখানি অনুষ্ঠিত

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক শিল্প সচিব, সাবেক জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও সাবেক ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সভাপতি বর্ষীয়ান বিএনপি নেতা  একেএম মোশাররফ হোসেনের কুলখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৩ অক্টোবর) বিকেলে নগরীর নতুন বাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পূর্বে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এজেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, জেলা দক্ষিন বিএনপির সভাপতি ডা. মাহবুবুর রহমান লিটন, সাধারন সম্পাদক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আবু ওয়াব আকন্দ, যুগ্ম সম্পাদক আলমগীর মাহমুদ আলম প্রমুখ।

Share this post

scroll to top