তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার পরিচিতি

ইলিয়াস আহমদ : চার দফা দাবি নিয়ে বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর ডিএস কামিল মাদ্রাসা হলরুমে পরিচিতি সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক ছায়েদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, মহানগরের সভাপতি আবুবক্কর ছিদ্দিক, সাধারন সম্পাদক দেবজিত সাহা মিঠু, সাংগঠনিক সম্পাদক ইফাত হোসেন প্রমূখ।

বক্তারা অবিলম্বে বেতন গ্রেট ১০ম, পদের নাম পরিবর্তন, পদন্নোতির ব্যবস্থা এবং প্রশিক্ষণের সু-ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

Share this post

scroll to top