ময়মনসিংহে ১৫ বছরের এক কিশোরকে চেতনানাশক মেশানো দই খাইয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আসামি মো. জাকারিয়া (২৩) কে গ্রেফতার করেছে র্যাব। বৃহষ্পতিবার দুপুরে র্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাব-জানায় , গত ১৯ অক্টোবর সোমবার রাতে ময়মনসিংহ সদর উপজেলার চর হাসাদিয়া এলাকায় ১৫ বছরের এক কিশোরকে চেতনানাশক মেশানো দই খাইয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় কিশোরির মামাতো ভাই জাকারিয়াকে আটক করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে র্যাব-১৪’র একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান চিহ্নিত করে অভিযান চালায়। এ ঘটনায় বৃহষ্পতিবার সকালে ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া বাজার সংলগ্ন ঘাগড়া মধ্যপাড়া এলাকা থেকে অভিযুক্ত আসামি মো. জাকারিয়া (২৩) কে গ্রেফতার করে র্যাব।