মাহমুদুল হাসান মিলন : ময়মনসিংহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর পারমিতা চক্ষু হাসপাতালে লায়ন্স ক্লাব ময়মনসিংহের আয়োজনে ৪০ জন সুবিধা বঞ্চিত শিশু ও বয়স্কদের বিনামূল্যে এ সেবা প্রদান করা হয়।
এখানে সকল রোগীদের চোখ পরীক্ষা করে সমস্যা নির্নয় করে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। যেসকল রোগীদের অপারেশন লাগবে তাদের বিনামূল্যে অপারেশন করা হবে বলেও জানিয়েছেন লায়ন্স ক্লাবের সদস্যরা।
চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন ময়মনসিংহের বিশিষ্ট চুক্ষু বিশেষজ্ঞ ডা. হরিশংকর দাস। যিনি করোনা কালে নিয়মিত চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করে মানবিক চিকিৎসক হিসেবে আলোচিত হয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব ময়মনসিংহের সাধারন সম্পাদক রিয়াদ মাহবুব, লায়ন মাহবুবুল আলম, লায়ন মিজানুর রহমান লিটন, অধ্যক্ষ শাহাব উদ্দিন সহ আরো অনেকে।