শেরপুরের শ্রীবরদীতে দুর্বৃত্তদের হামলায় আব্দুর রহিম বানু (৬০) নামে শ্রমিকলীগের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহিম বানু উপজেলার রানীশিমুল ইউনিয়নের বিলভরট গ্রামের মৃত মুনছর আলীর ছেলে এবং রানীশিমুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি।
নিহতের স্বজনরা জানান, আব্দুর রহিম বানু বিলভরট মোড়ে একটি ফার্নিচারের দোকানে কাঠ মিস্ত্রির কাজ করতেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা বসত ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যালে তার মৃত্যু হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার এ তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে এখনও থানায় মামলা হয়নি। পুলিশ হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।