কিশোরগঞ্জে ইলিশ ধরার দায়ে সাতজনের জরিমানা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে কিশোরগঞ্জের ভৈরবে সাতজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে ভৈরবের মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

অভিযানকালে ১ লাখ মিটার কারেন্ট জাল ও ১৯ কেজি ইলিশ জব্দ করা হয়।

এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম লুবনা ফারজানা।

তিনি জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে পাঁচজনকে ২৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুইজনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে তাদের থেকে ১ লাখ মিটার কারেন্ট জাল ও ১৯ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দ জালের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। জালগুলো ধ্বংস করা হয়েছে এবং ইলিশ মাছ এতিমখানায় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লুতিফুর রহমান এবং নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

Share this post

scroll to top