নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে অনেকেই মনে করছেন,সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সামনের পৌরসভা নির্বাচনে তিনি আওয়ামীলীগের মনোনয় চেয়ে নির্বাচনের কথা ছিলো। মাসুদুর রহমান শুভ্রকে নিয়ে গৌরীপুরে পৌরসভা নির্বাচনে আরো ৩ জন নৌকার মনোনয় প্রত্যাশী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
শনিবার রাতে উপজেলা পৌর শহরের মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গৌরীপুর থানা-পুলিশ জানায়, মাসুদুর রহমানের বাড়ি গৌরীপুর পৌর শহরের কালীপুরে। তার রাজনৈতিক কার্যালয় একই শহরের মধ্যবাজারে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে মাসুদুর রহমান মধ্যবাজারে নিজের রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন।
এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসুদুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত আনুমানিক ১২টার দিকে তিনি মারা যান।
গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।