ইলিয়াস আহমেদ: সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তরসহ পাঁচ দফা দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মুমিনুন্নিসা সরকারি মহিলা ও আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে প্রায় দুই শতাধিক কর্মচারী।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক নূর মো. সুমন, সহ-সভাপতি ওমর ফারুক, কোষাধ্যক্ষ ছোটন চন্দ দাস, সদস্য কামরুল হাসান, কামরুজ্জামান এবং হাসনা উল জাকিয়া প্রমূখ।
চাকুরী রাজস্বখাতে স্থানান্তর, চাকুরী সরকারি না হওয়া পর্যন্ত সরকারি স্কেলে বেতন ভাতাদি, নতুন নিয়োগ বন্ধ, পদ সৃষ্টি এবং নিয়োগের ক্ষেত্রে বয়সের উর্দ্ধসীমা করা যাবে না বলে বক্তারা সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় পরিবার পরিজন নিয়ে তাদের চরম বিপাকে পড়তে হবে।