ময়মনসিংহে ছোট ভাইয়ের ধাওয়ায় বড় ভাইয়ের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ছোট ভাইয়ের ধাওয়া খেয়ে স্ট্রোক করে সফর আলী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উফজেলার বৈলাজান গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মৃতের ছোট ভাই আব্দুলাহ ও তার সহযোগীদের এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না।

বৈলাজান গ্রামের প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা আবুল সরকার, দুদু মিয়া , ইব্রাহীম খলিল জানান, সকালে তারা গ্রামের তেমোনা স্থানে বসে ছিলাম। এমন সময় সফর আলীর ছোট ভাই আব্দুল্লাহ এবং স্থানীয় মাতব্বর হারুন সফর আলীকে ডেকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে সফর আলীর ছোট ভাই আব্দুল্লাহ তার সহযোগীদের নিয়ে লাঠি নিয়ে তাকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে সফর আলী মাটিতে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে এক ভ্যানচালক তাকে ধানক্ষেতের পাশে পড়ে থাকতে দেখে তুলে নিয়ে তোমোনায় নিয়ে আসে। পরে সেখানেই তার মৃত্যু হয়। ধারনা করা হচ্ছে, স্ট্রোক করে সফর আলী মারা গেছেন।

মারা যাওয়া ওই ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, কয়েক বছর ধরেই সফর আলী এবং তার ছোট ভাই আব্দুল্লার মধ্যে জমির রেওয়াজ বদল সংক্রান্ত জটিলতা চলছিল। বৃহস্পতিবার দু’পক্ষ একসাথে থেকে জমি মাপার কথা থাকলেও বড় ভাই সফর উপস্থিত না হওয়ায় স্থানীয় মাতব্বর হারুনকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ বড় ভাইকে গালিগালাজ করার পর লাঠি নিয়ে ধাওয়া করেন।

মৃতের স্ত্রী মিনারা খাতুনের অভিযোগ, দেবর এবং মাতব্বর হারুনের কারণে তার স্বামীর মৃত্যু হয়েছে। তিনি বলেন, দেবরকে তার পছন্দ মতো জমি দলিল করে দেয়নি বলে এর আগে বেশ কয়েকবার আমার ১৩ বছরের ছেলেকে সে মারধর করেছে। স্থানীয় মাতুব্বর হারুনকে দিয়ে ভয় ভীতি দেখিয়েছে।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, মৃত ওই ব্যক্তির স্ত্রী-পুত্র থানায় এসে অভিযোগ জানানোর পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।

Share this post

scroll to top