ময়মনসিংহে বিশ্ব হাত ধোয়া দিবসে বর্ণাঢ্য র‍্যালি

‘সকলের হাত, সুরক্ষিত থাক’ এ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় মসিক প্রাঙ্গণে র‍্যালিটির উদ্বোধন করেন মেয়র মো. ইকরামুল হক টিটু। পরে র‍্যালিটি সেখান থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে টাউনহল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও কাউন্সিলর, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, দিবসটি উপলক্ষে টাউনহল মোড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় সঠিক উপায়ে হাত ধোয়া প্রদর্শনে এবং হাত ধোয়ার সচেতনতা বৃদ্ধিতে সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত হাত ধোয়া প্রদর্শনীর ব্যবস্থা করেছে মসিক।

Share this post

scroll to top