‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, নারীকে সম্মান করুন সুস্থ সুন্দর সমাজ গড়ুন’ এই শ্লোগানকে সামনের রেখে ও পুলিশের সেবা গ্রাম গঞ্জে ছড়িয়ে দিতে জামালপুরে শুরু হয়েছে ৭ দিনব্যাপী পুলিশ সেবা সপ্তাহ।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে এ সেবার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার সীমা রানী সরকার।
সেবা সপ্তাহে জামালপুর জেলার সকল থানা পুলিশ গ্রাম-গঞ্জে সেবায় ৯৯৯ এবং জেলা পুলিশের নতুন সব নাম্বারের লিফলেট বিতরণ করা হবে।
জামালপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার সীমা রানী সরকার বলেন, পুলিশের সেবা জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য পুলিশের ৯৯৯ নাম্বার ও নতুন নাম্বারসহ লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করা হলো। এই সেবা আগামী ৭ দিন চলবে। জেলার সকল থানার পুলিশ সদস্যরা মাঠে ঘাটে গ্রামগঞ্জে মানুষ কাছে গিয়ে এ নাম্বার বিতরণ করবেন। এর মাধ্যমে মানুষ পুলিশের সেবা পেতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, সদর সার্কেল এএসপি শিবলী সাদেক, ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালেকুজ্জামানসহ সকল থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।