ময়মনসিংহে ২০০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক শিশু হাসপাতালের অনুমোদন দিয়েছে সরকার

মো. আব্দুল কাইয়ুম : ময়মনসিংহের সদর উপজেলার ছত্রপুর মৌজায় শিশু হাসপাতালের জন্য প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। পিএফডি অফারেশনাল প্লানের আওতায় ময়মনসিংহ জেলা সদরে শিশু হাসপাতাল নির্মানের জন্য গতকাল রোববার (১১ অক্টোবর ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নির্মাণ অধিশাখা এ উপলক্ষ্যে তফসিলের ভূমির প্রশাসনিক অনুমোদন দিয়েছে। মোট ৩.০০০১ একর জমির উপর নির্মাণ হবে ২০০ শয্যা বিশিষ্ট এই শিশু হাসপাতাল।

জানাযায়, ২০১৭ সাল থেকে প্রায় দুই বছরের বেশি সময় ধরেই শিশু হাসপাতালের জন্য ময়মনসিংহে জায়গার জন্য অনুসন্ধান চালায় গণপূর্ত বিভাগ। সংশ্লিষ্ট কর্মকর্তারা কয়েকটি জায়গা দেখলেও ২০১৯ সাল পর্যন্ত কোনো স্থান নির্ধারণ করতে পারেননি। এজন্য ২০১৭ সালের মার্চে ৩০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। অর্থ বরাদ্দের অন্যতম শর্ত ছিল হাসপাতালটি শহরের মধ্যে এবং প্রধান সড়কের পাশে এক একর জায়গায় নির্মাণ করতে হবে। এ জন্য দ্রুত গণপূর্ত বিভাগের মাধ্যমে দরপত্র আহ্বান করে কাজ শুরুর কথাও বলা হয়েছিল। কিন্তু শহরের ভেতরে স্থান নির্ধারণ করতে না পারায় তখন নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি। এতে শহরের বাসিন্দা এবং অন্য হাসপাতালের চিকিৎসকদের মধ্যে হতাশা বিরাজ করছিল। কারণ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার অন্য সব হাসপাতালে সারা বছরই শিশু রোগীর চাপ বেশি থাকে। চিকিৎসকদের সক্ষমতার দুই-তিন গুণ বেশি শিশু রোগী দেখতে হয়। এছাড়া শিশু বিভাগের শয্যা পাওয়া যায় না ওইসব সরকারি হাসপাতলে। শিশুদের দিকে অনেক সময় মনোযোগ দিয়ে চিকিৎসা দেওয়াও তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। শিশুদের জন্য বিশেষায়িত এই নতুন হাসপাতালটি হওয়ায় এখন আরো ভালো সেবা পাবে ময়মনসিংহবাসী। স্বতন্ত্র এই শিশু হাসপাতালটি নির্মাণ হলে বাড়তি শিশু রোগীর চাপ সামলানো এবং চিকিৎসাসেবার মান বাড়বে।

সিভিল সার্জন কার্য্যালয় সূত্রে জানাযায়, প্রথমত ২০০ শয্যা বিশিষ্ট একটি অত্যাধুনিক শিশু হাসপাতাল হবে এটি। হাসপাতালটিতে শিশু মেডিসিন থেকে শুরু করে সব বিভাগ থাকবে, যাতে এই প্রতিষ্ঠান থেকেই শিশুরা সব ধরনের চিকিৎসা পেতে পারে। এছাড়া দক্ষ জনবল, অভিজ্ঞ চিকিৎসক ও অত্যাধুনিক মেডিকেল যন্ত্রপাতি সমৃদ্ধ পরিপূর্ণ আধুনিক শিশু হাসপাতাল হবে ময়মনসিংহ শিশু হাসপাতাল। পরে ধীরে ধীরে এর সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা আছে।

এব্যাপারে ময়মনসিংহের সিভিল সার্জন ডা: এবিএম মশিউল আলম ময়মনসিংহ লাইভকে বলেন, এই প্রকল্পটি শুরু হবে ২০০ শয্যা বিশিষ্ট। তবে আমরা আরো রিভাইজড করার চেষ্টা করব। এশিশু হাসপাতালে শিশুদের সাধারণ চিকিৎসাসেবা থেকে শুরু করে কিডনি রোগ ও ক্যানসারেরও ওয়ার্ড থাকবে। এই হাসপাতালটিতে আইসিইইউ, ফটো থেরাপি, নিউ নেটাল কেয়ারসহ অর্থ্যাৎ অত্যাধুনিক সকল চিকিৎসা সেবার ব্যবস্থা থাকবে। আর এ অর্জনের জন্য সিভিল সার্জন নিজে ও  ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান এবং ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী  মোঃ সাইফুজ্জামান (চুন্নু) বেশি শ্রম দিয়েছেন বলেও জানান তিনি। ময়মনসিংহবাসীর উদ্দেশ্যে তিনি আরো বলেন, ময়মনসিংহে শীঘ্রই ২৫০ শয্যার আরেকটি জেনারেল হাসপাতাল হবে।

Share this post

scroll to top