ঝিনাইদহে আ’লীগের দুপক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।

সোমবার সকাল ৬টার দিকে উপজেলার ভাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সুফিয়া খাতুন (৫৬)। তিনি ওই গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, অনেক দিন ধরে উপজেলার সারুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের সমর্থক আফজাল বিশ্বাস এবং আওয়ামী লীগ নেতা জুলফিকার আলীর সমর্থক আজিজুর রহমানের মধ্যে বিরোধ চলছিল।

এরই জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সুফিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন সাতজন। সুফিয়া আজিজুর রহমানের সমর্থক। এ ঘটনায় ভাঙচুর করা হয় প্রায় ১০টি বাড়ি।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে এলাকায় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে।

Share this post

scroll to top