নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহে ইউনিয়ন পর্যায়ে মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের চাকুরী জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ লিফ ঐক্য কল্যাণ পরিষদের বিভাগীয় সভাপতি আলতাব হোসেন ও সাধারন সম্পাদক রাজিব মিয়া, যুগ্ম-সাধারন সম্পাদক আশেকুর রহমান আশিক ও নাজমা বেগম, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, কোষাধ্যক্ষ আজিজুল হক সেলিম, প্রচার সম্পাদক আবু জায়েদ, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি নাজমুস সাদাত রতন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া, যুগ্ম-সাধারন সম্পাদক নারায়ন চন্দ্র দাস, নেত্রকোণা জেলা শাখার সভাপতি কাইয়ুম, সাধারন সম্পাদক লুৎফর রহমান, জামালপুর জেলা শাখার সভাপতি মঞ্জুরুল আলম, সাধারন সম্পাদক সামিউল হক প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৯ সালে ময়মনসিংহ বিভাগের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা স¤প্রসারণ প্রকল্পের অধিনে মৎস্য চাষীদের পরামর্শক হিসেবে একজন করে প্রতিনিধি নিয়োগ দেয়া হয়। মাসিক সম্মানী পাঁচ টাকা দিয়ে শুরু হলেও বর্তমানে দু’হাজার টাকা পাচ্ছেন। যা দিয়ে কোনোভাবেই জীবন চলে না। অবিলম্বে তাদের চাকুরী জাতীয়করণ, পদ সম্প্রসারণ, বেতন-ভাতা বৃদ্ধি, তৃতীয় শ্রেণীর সমমর্যাদা প্রদান এবং প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের দাবিও জানান বক্তারা।